বহুল প্রচলিত দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিলো- আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালি বুধবার (১৬ অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মাধুকর সম্পাদক কেএম রেজাউল হক।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন- দৈনিক কালবেলা’র গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ সুমন মিয়া।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, কাজী জিয়াউল হাফিজ, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, মিলন খন্দকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদিক শাহজাহান সিরাজ।
বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। তারা আশা করেন, পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সুমন মিয়া জেলার সমস্যা ও সাফল্য তুলে ধরে সাংবাদিকতায় নতুন ধারার সৃষ্টি করবেন।
শেষে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।