আজ ১৯ অক্টোবর রোজ শনিবার। কালিয়াকৈর উপজেলা উলামা ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যোগে ইসলামী সম্মেলন ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন জামিয়া মাদানিয়া আরাবিয়া হানাফিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ এপেক্স ফুটওয়ার সংলগ্ন হরিণহাটি চান্দরা কালিয়াকৈর গাজীপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হরযত মাওলানা নজরুল ইসলাম দা.বা.সভাপতি. কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ.
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১আসনের মাটি মানুষের কর্ণধার সাবেক মেয়র জনাব মোঃ মজিবুর রহমান. কালিয়াকৈর পৌরসভার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নজরুল ইসলাম কাসেমী দা.বা.শায়খুল হাদিস. নুরবাক মাদ্রাসা খিলগাঁও ঢাকা। উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মুহিত খান দা.বা.প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ আজিজুল হক
প্রতিষ্ঠাতা.আলহাজ্ব প্রফেসর আজিজুল হক স্কুল এন্ড কলেজ। আরো উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে আলহাজ্ব ডাক্তার মোঃ বখতিয়ার।