বুধবার বেলা ১১.৫০টা থেকে উপজেলার সফিপুর বোটমিল পাশা রেল গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ।
বন বিভাগ কর্মকর্তা সূত্রে জানা যায়, ভূমিদস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে অর্ধশত অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি।
বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলা দায়ের করেছেন বন বিভাগ কর্মকর্তা।
বুধবার বেলা সাড়ে ১১.৫০টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করেন। এতে অংশ নেন বিভাগীয় চারটি রেঞ্জের ২৫ বিটের ৮০ জন বন কর্মকর্তা।
এ সময় বনের জমিতে গড়ে তোলা অর্ধশত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা রেজাউল আলম আমাদের জানান।