গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিটের
মো: রিফাত হোসেন।আওতাধিন বন বিভাগের ৬ একর জমি গতকাল ২৩ অক্টোবর ২০২৪ রোজ বুধবার এবং আজ ২৪ শে অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার এই ২ দিনের অভিযানে বন বিভাগের ৬ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন , কালিয়াকৈর উপজেলার নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কালিয়াকৈর থানা পুলিশ, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও আনসার বাহিনী। গত ২ বছরের অধিক সময় ধরে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় বসতি ঘড়ে ঊঠেছে। এ অপকর্মের পিছনে চন্দ্রা বন বিটের কর্মকর্তা আশরাফুল ইসলাম ( দোলনের) নামে অভিযোগ উঠে এসেছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদ জানায়, দীর্ঘদিন যাবৎ বন বিভাগ মৌখিক এবং লিখিত নোটিশ দিয়ে আসছিল কিন্তু কাজ হচ্ছিল না, তাই এই অভিযান চালানো হয়, ভবিষ্যৎ তেও এ ধরনের অভিযান চলবে।
স্থানীয় লোকজন এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং
এ অভিযান চলমান রাখার জন্য আমাদের প্রতিনিধির মাধ্যমে কালিয়াকৈর সর্বস্তরের প্রশাসনের নিকট আবেদেন জানান।