আজ শুক্রবার ২৫ অক্টোবর। সকাল ১০:০০টা হতে বড় কান্চানপুর গোলবার ঢালে বিভিন্ন গুপের কাজ করতে দেখা গেছে। তাদের মূল উদ্যেশ্য হচ্ছে কালিয়াকৈর হতে মাওনা ফুলবাড়িয়া রুটে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে।
আমরা সরেজমিনে দেখলাম রাস্তার আশে পাশে বিভিন্ন ঝোপ জংগল রয়েছে এতে এ রুটে প্রতিদিন দুর্ঘটনা প্রায়ই ঘটে যায়।আগাছা দমন করার জন্য সকাল হতে কাজ করছে সেখানকার সেচ্ছাসেবী
ও কালিয়াকৈর রক্তদানের অপেক্ষায় কালিয়াকৈর গুুপ এবং বৈষম্য বিভিন্ন ছাএ সমাজ ও আরো তাদের সাথে যুক্ত হন কালিয়াকৈর গুপ।
এদের মধ্যে যারা কাজ করচে তারা হলো।মোঃমনির হোসেন। জুয়েল পালোয়ান। রিপন মিয়া।তামজিদ। আরামিন।মোঃরুবেল আরো অনেকেই সেখানে তাদের সাথে একসাথে কাজ করেন।