গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
আজ শনিবার ২৬ অক্টোবর সকাল ১১:৩০টায় চন্দ্রা এিমোড় এলাকায় যানযট চাঁদাবাজি ও নিরাপদ সড়কের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় স্থানীয় বাসিন্দা.পরিবহন শ্রমিক ও পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের রেজিঃ(১৫৭৩) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক শ্রমিক দলের উপদেষ্টা ঢাকা বিভাগ বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিয়াকুর পৌর বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি সাবেক ভিপি জনাব মোঃহুমায়ন কবির খান সবার উদ্দেশ্যে বলেন মহাসড়কে যানজট ও চাঁদাবাজি নিরসনের পাশাপাশি মাদকদ্রব্য মুক্ত পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন
গাজীপুর হাইওয়ের জেলা পুলিশ টিআই শাহাবুদ্দিন,
কালিয়াকৈর থানার (অপারেশন)ওসি মোঃজোবায়ের হোসেন এবং সালনা হাইওয়ের থানার (ওসি) রইছ উদ্দিন
তিনি সবার উদ্দেশ্যে বলেন মাদক ও চাঁদাবাজি মুক্ত সড়ক করতে হবে।