গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা সফিপুর আনসার একাডেমির ৩ নং গেটের সামনে এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ীর চাপায় পিষ্ট হয়।
আজ রবিবার (১০ নভেম্বর) গাজীপুর জেলা কালিয়াকৈর থানাধীন ঢাকা টাংগাইল মহাসড়কে সফিপুর আনসার একাডেমির ৩নং গেটের সামনে ফুটওভার বীজের নিচে টাংগাইল গামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূএে জানাযায়,গাজীপুর জেলা কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় ঢাকা টাংগাইল মহাসড়কে আনসার একাডেমির ৩ নং গেটের সামনে ফুটওভার বীজের সামনে টাংগাইল লেনে এক পথচারী গাড়ীর চাপায় পিষ্ট হয়ে ১জন নিহত হয়,নিহত আমিরুল ইসলাম(৩৬)পিতাঃতজির আকন্দ গ্রামঃচকমেহেদী,থানাঃউল্লাপাড়া, জেলাঃ সিরাজগঞ্জ,
নাওজোর থানা হাইওয়ের পুলিশ এসে ঘটনাটি সত্যায়িত করেন।