শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড: মো: শাহাদাৎ হোসেন শীতবস্ত্র বিতরণ করেন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করেছেন ৷
রবিবার (১৯ জানুয়ারি) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।
এ্যাডঃ শাহাদাৎ হোসেনব লেন, শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে যাতে অসহায় ও ছিন্নমূল মানুষ কষ্ট না পায়, সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। দরিদ্র পরিবারের লোকজনদের শরীরে কম্বল জড়িয়ে দিতে পেরে ও তাদের মুখে হাসি ফুটাতে খুব ভালো লাগছে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি শহর বিএনপির সভাপতি আনিছুর রহমান তাপু ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা ৷